বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব শিশু দিবসে দেশসেরা লক্ষ্মীপুরের শাহরিয়ার

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

বিশ্ব-শিশু-দিবসে-দেশসেরা-লক্ষ্মীপুরের-শাহরিয়ার

বিশ্ব-শিশু-দিবসে-দেশসেরা-লক্ষ্মীপুরের-শাহরিয়ার

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলেক্ষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বাংলাদেশ শিশু একাডেমি’ বঙ্গবন্ধু ও শিশু অধিকার বিষয়ে রচনায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

দেশসেরা মুকুল শাহারিয়ার আলিফ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ সময় মোট ২১ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশসেরা এই শিশুদেরকে পুরস্কৃত করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম ও ইউনিসেফের প্রতিনিধি সেলডন ইয়ুথ প্রমুখ।

এ সময় রচনা প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র মুকুল শাহারিয়া আলিফসহ ২১ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ন্যাশনাল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান সবুজসহ বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।