বটি দিয়ে কুপিয়ে খালাকে হত্যা, ভাগনের যাবজ্জীবন
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
বটি-দিয়ে-কুপিয়ে-খালাকে-হত্যা-ভাগনের-যাবজ্জীবন
নিহত ওই নারীর নাম জোসনা বেগম। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার তালশান গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ছিলেন। সাজাপ্রাপ্ত ৪১ বছরের বুলু একই গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত আসামি বুলু।
এ তথ্য দৈনিক প্রভাতীকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. নাসিমুল করিম হলি।
তিনি বলেন, ২০১৩ সালের ৩ মে জমি সংক্রান্ত দ্বন্দ্বে জোসনাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন বুলু। ওইদিনই হত্যাকাণ্ডের ঘটনায় আদমদীঘি থানায় মামলা করেন নিহতের স্বামী আব্দুল মান্নান। মামলাটি তদন্ত করেন আদমদীঘি থানার তৎকালীন এসআই রফিকুল ইসলাম। একই বছরের ৮ জুলাই এ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আসামি বুলু জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত হন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।