ভারতের টানা দ্বিতীয় জয়
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
ভারতের-টানা-দ্বিতীয়-জয়
সিলেটের আউটার স্টেডিয়ামে সোমবার বৃষ্টি আইনে মালয়েশিয়াকে ৩০ রানে হারিয়েছে ভারত।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে ভারত। এদিন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত ওপেনার স্মৃতি মান্ধানাকে বিশ্রামে রাখে ভারত। তবে তার অভাবটা একদমই বুঝতে দেননি বদলি হিসেবে ওপেনিংয়ে নামা মেঘনা। শেফালি ভার্মাকে নিয়ে প্রথম উইকেট জুটিতে যোগ করেন ১১৬ রান।
১১ চার ও ১ ছয়ে ৬৯ রান করে মেঘনা ফিরলে রিচা ঘোষকে নিয়ে রানের চাকা সচল রাখেন শেফালি। ৩৯ বলে ৪৬ রান করে ফেরেন তিনি। রিচার ৩৩ রানের ইনিংসে ভারতের রান থামে ১৮১ তে।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই বিদায় নেন ওপেনার দুরাইসিংহাম। চতুর্থ ওভারে আরেক ওপেনার ওয়ান জুলিয়াকে ফেরান রাজেশ্বরী গায়কোয়াড়। মালয়েশিয়ার ইনিংসে ৫ ওভার ২ বল খেলা হওয়ার পরই নামে বৃষ্টি।
ভারী বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়ায়নি। খেলা বন্ধ হওয়ার পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মালয়েশিয়ার দরকার ছিল ৪৬ রান।
তবে সে সময়ে মাত্র ১৬ রান তুলতে পারলে ৩০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় এশিয়ার দলটিকে।
৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাভিনেই মেঘনা।