অধিনায়কত্ব নিয়ে বাবরের প্রশসংসা করলেন মিঁয়াদাদ
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
অধিনায়কত্ব-নিয়ে-বাবরের-প্রশসংসা-করলেন-মিঁয়াদাদ
তবে অধিনায়কত্বের কারণে ব্যাটিংয়ের ওপর বাড়তি চাপ পড়ছে কি না সেটিও ভেবে দেখার পরামর্শ দিলেন তিনি। এজন্য পিসিবিকেও বাবরের অধিনায়কত্বের বিষয়ে পরিষ্কার বার্তা দিতে বলেছেন মিঁয়াদাদ।
মিঁয়াদাদের ভাষ্য, ‘বাবর একজন বিশ্বমানের ব্যাটার। বোর্ডের অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত অধিনায়কত্বের কারণে বাড়তি চাপ পড়ছে কি না। দুই পক্ষের মধ্যে স্বচ্ছ আলোচনা হওয়া উচিত।
তিনি আরো বলেন, বাবর যদি মনে করে দল চালানো এবং ব্যাট হাতে পারফর্ম করা একসঙ্গে সম্ভব নয়, তাহলে অধিনায়কত্ব থেকে মুক্ত করা উচিত। তবে যাই হোক, বোর্ডকে এটি পরিষ্কার করতে হবে যে বাবর তাদের প্রথম পছন্দের অধিনায়ক।’
তিনি বাকি সব ক্রিকেটারদের নিয়ে বলেন, ‘খেলোয়াড়দের আগে দেশের জন্য খেলার কথা ভাবতে হবে। একবার আপনি পাকিস্তানের হয়ে ভালো খেলার ইচ্ছা জন্ম দিতে পারলে, স্বয়ংক্রিয়ভাবেই বোলিং, ব্যাটিং অথবা ফিল্ডিংয়ে স্বাভাবিকের চেয়ে বেশি চেষ্টা করবেন ভালো খেলতে।’
মিঁয়াদাদ আরও বলেন, ‘পাকিস্তানের খেলোয়াড়দের বুঝতে হবে তারা ভালো বলেই সেরা একাদশে সুযোগ পেয়েছে। তুমি ভালো দেখেই খেলছো। এখন শুধু নির্দিষ্ট দিনে দলের পক্ষ থেকে যা করতে বলা হবে সেটি ঠিকঠাক করাই সবার মূল কাজ।’