জিতেও উইকেটের কড়া সমালোচনায় পাকিস্তান
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
জিতেও-উইকেটের-কড়া-সমালোচনায়-পাকিস্তান
সোমবার জ্যোতির মতো সিলেটের মাঠে এমন দুর্দান্ত জয়ের পরও উইকেটের কড়া সমালোচনা করেছে পাকিস্তান।
দলটির ওপেনার সিদ্রা আমিন সরাসরি বলেছেন, এই উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। ম্যাচ শেষে সিদ্রা বলেন, ‘আমার মনে হয় এটা আদর্শ উইকেট না টি-টোয়েন্টি সংস্করণের জন্য। কিন্তু খেলোয়াড় হিসেবে যে কোনও কন্ডিশনে মানিয়ে নিয়ে খেলতে হবে।’
উইকেট নিয়ে বেশি ভুগেছে বলা যায় বাংলাদেশই। টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৭০ রান করেই থামতে হয়। এ উইকেটে শুরুতেই ৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন সালমারা। সেই ধাক্কা সামলে আর উঠতে পারেনি কেউই। পিচে বল নিচু হয়ে আসছিল বারবার। টার্নও দেখা গেছে বেশ। আর সকালের এই সুবিধা পুরোটাই আদায় করে নিয়েছেন পাকিস্তানি বোলাররা।
এই মামুলি রান তাড়া করতে নেমে মাত্র ১২.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। সিদ্রা সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
তিনি বলেন, ‘আমার মনে হয় একশো বা আশি, এমনকি সত্তর রানও হয়তো আটকানো সম্ভব। কারণ বল খুব টার্ন হচ্ছিল। যে বোলার ঝুলিয়ে বল করছিল টার্ন পাচ্ছিল, নিচু হচ্ছিল। এখানে ইম্প্রোভাইজেশন করা কঠিন। খুব বেশি শট খেলা কঠিন। আমার মনে হয় টস খুবই গুরুত্বপূর্ণ ছিল, উইকেট খুবই স্লো, নিচু ও টার্নিং। বোলাররা ভালো বল করেছে, কৃতিত্ব তাদের দিতে হবে। এর বিপরীতে বাংলাদেশ খুব কম পুঁজি পেয়েছে।’