শেরপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও ফারুক আল মাসুদ
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
শেরপুর-জেলার-শ্রেষ্ঠ-ইউএনও-ফারুক-আল-মাসুদ
সোমবার (অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করেন।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে আন্তরিকতা, শিশুদের ঝরেপড়া রোধ, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করায় ফারুক আল মাসুদকে শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউএনও’র যে সম্মান সেটি অনেক বড় পাওয়া। এটি আমাকে আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। তবে একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় এবং উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়।
এদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।
ইউএনও ফারুক আল মাসুদ বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।