দ্বিতীয় দফায় গড়ালো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
দ্বিতীয়-দফায়-গড়ালো-ব্রাজিলের-প্রেসিডেন্ট-নির্বাচন
রোববার (২ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সকল জরিপকে পাশ কাটিয়ে বেশ ভালোই এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী ও বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তবে তার চেয়ে বেশি ভোট পেয়েছেন বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিয়ো লুলা ডি সিলভা।
নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৪৮ শতাংশের মতো ভোট পেয়েছেন বামপন্থী নেতা লুলা। অন্যদিকে, ৪৩ ভাগের বেশি সমর্থন আদায় করে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো।
আরো পড়ুন>> নাচতে নাচতেই আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক!
স্থানীয় সময় রোববার বিকাল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। দেশটির ১৫ কোটি ৬০ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। ৩০ অক্টোবর হবে রান অফ বা দ্বিতীয় দফার নির্বাচন।
সূত্র: বিবিসি