মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের কাছে হেরে যা বললেন জ্যোতি 

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

পাকিস্তানের-কাছে-হেরে-যা-বললেন-জ্যোতি 

পাকিস্তানের-কাছে-হেরে-যা-বললেন-জ্যোতি 

নারী এশিয়া কাপের আজকের ম্যাচে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামে জ্যোতিরা। কিন্তু দিন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান নারী দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হার আশাহত করে  বাংলাদেশের মেয়েদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা মাত্র ৭১ রান করতে সমর্থ হয়। এমন মামুলি লক্ষ্য ৪৬ বল হাতে রেখেই পার করে পাকিস্তান ।

হারের দিনে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন আশার কথা, তাঁর দল পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে।

জ্যোতি বলেন, ‘টপ অর্ডারে ধস নামায় ও উইকেট স্লো থাকার কারণে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ভেবেছিলাম উইকেট ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট ছিল ভেজা। আমাদের বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেনি। আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।’
টানা দুই জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে পাকিস্তান। অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পেল হারের স্বাদ। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার। দুপুর দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে ম্যাচটি।