জায়ান্ট কিলার আয়ারল্যান্ড কি এবার পারবে চমক দেখাতে?
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
জায়ান্ট-কিলার-আয়ারল্যান্ড-কি-এবার-পারবে-চমক-দেখাতে
১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। এর আগে সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।
আজ পঞ্চম পর্বে দেখে নিন আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য:
যে কয়েকটি দেশ খুব দ্রুত ক্রিকেটে উন্নতি করছে তাদের একটি আয়ারল্যান্ড। এরই মধ্যে টেস্ট স্ট্যাটাস পেয়েছে তারা। ওয়ানডে ফরম্যাটে আইরিশরা জায়ান্ট কিলার তকমা পেয়েছে বহু আগেই। টি-২০ ফরম্যাটেও তাদের পারফরম্যান্স খুব একটা খারাপ না।
তবে র্যাংকিং ও ফলাফলের বিচারে এবারের বিশ্বকাপে শুরুতে বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে। যেখানে বি গ্রুপে আছে দলটি। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আইরিশরা পাচ্ছে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে।
আয়ারল্যান্ডের নেতৃত্বে থাকছেন অ্যান্ড্রু বালবির্নি। ওপেনে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন পল স্টার্লিংকে। এছাড়া হ্যারি টেক্টর ও লরকান টাকারের একাদশে থাকা মোটামুটি নিশ্চিত। অলরাউন্ডার হিসেবে কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি ও জর্জ ডকরেল খেলবেন।
এদের মাঝে গত বিশ্বকাপে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন ক্যাম্পার। যিনি জ্বলে উঠলে প্রতিপক্ষ বিপদে পড়তে বাধ্য। মার্ক আদাইর, জস লিটল, সিমি সিং ও ক্রেইগ ইয়ং বোলিং লাইন আপের উল্লেখযোগ্য মুখ।
স্টিফেন দোহেনি, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি ও কনর ওলপার্ট প্রত্যেকেই মূল একাদশে খেলার যোগ্যতা রাখেন। দোহেনি ও ম্যাকার্থি স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সবমিলিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাচ্ছে আয়ারল্যান্ড।
প্রায় প্রতি বিশ্বকাপেই স্মরণীয় কোনো ম্যাচ উপহার দিয়েছে আয়ারল্যান্ড। এবারের টি-২০ বিশ্বকাপে বাছাইপর্বে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে তারা। যেখানে থেকে পরবর্তী রাউন্ডে গেলে নিজেদের জায়ান্ট কিলার তকমার প্রতি আরেকবার সুবিচার করার সুযোগ পাবে আইরিশরা।
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত আয়ারল্যান্ড দল:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক আদাইর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলপার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।
বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)
১৭ অক্টোবর: জিম্বাবুয়ে, হোবার্ট
১৯ অক্টোবর: স্কটল্যান্ড, হোবার্ট
২১ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ, হোবার্ট।