মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাহোরের চাইতে করাচির খাবার ভালো: মঈন 

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

লাহোরের-চাইতে-করাচির-খাবার-ভালো-মঈন 

লাহোরের-চাইতে-করাচির-খাবার-ভালো-মঈন 

১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে ইংল্যান্ড জয় করে টি-টোয়েন্টি সিরিজ। ৭ ম্যাচ সিরিজের ৩-৩ সমতায় শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। সেই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেলো না স্বাগতিক পাকিস্তান।

রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের সপ্তম ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ড। এতে সাত ম্যাচ সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা।

সফরে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মঈন আলি, যার পূর্বপুরুষ ছিলেন পাকিস্তানের অধিবাসী । জয়ের খুশির সঙ্গে হতাশাও জানালেন মঈন আলি। সেটা আবার পাকিস্তানী খাবার নিয়ে। তার নাকি পাকিস্তানী খাবার ভালো লাগেনি।

লাহোরের খাবার নিয়ে মঈন সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই কথা। তিনি বলেন, ‘খাবারের দিক থেকে হিসেব করলে, লাহোরে আমি একটু হতাশই হয়েছি। তবে করাচির খাবার বেশ ভালো ছিল।’

তবে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ নেই তার। তিনি বলেন, ‘এখানকার নিরাপত্তা অসাধারণ, আমরা যেমন চেয়েছি, তার চেয়ে বেশিই ছিল। আমাদের যত্নও ভালোভাবেই নেওয়া হয়েছে এখানে।’ 

এমন জয় তুলে নেওয়ার পর মঈন নিজ দলের ভূয়সী প্রশংসা করলেন। বললেন, ’এটা আমাদের জন্য ভালো একটা সিরিজ ছিল। ইংলিশরা পুরো সিরিজে ভালো পারফর্ম করেছে।’

সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে হেরে পাকিস্তানের বিপক্ষে হারের শঙ্কাই ভর করেছিল ইংলিশ শিবিরে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘টানা দুই ম্যাচ হারের পর সিরিজে ফেরার জন্য কঠোর চেষ্টার দরকার ছিল। আমাদের ব্যাটার আর বোলাররা চ্যালেঞ্জটা নিয়েছে বলে আমি বেশ খুশি। ’