দুর্গাপূজা উপলক্ষে সুনির্দিষ্ট হুমকি নেই: র্যাব ডিজি
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
দুর্গাপূজা-উপলক্ষে-সুনির্দিষ্ট-হুমকি-নেই-র্যাব-ডিজি
সোমবার রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
৫০ থেকে ৬০ জন যুবক ঘর ছেড়েছে। সেটা পূজায় কোনো ধরনের হুমকি কি না- এমন প্রশ্নের জবানে র্যাব ডিজি বলেন, যারা ঘর ছেড়েছে তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো রেজাল্ট দিতে পারবো। জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন? কোনো ধরনের সফলতা পাবে না। র্যাব ওদের চেয়ে আরো বেশি স্মার্ট।
তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের, বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
এম খুরশীদ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এ বছরও র্যাব কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত র্যাব মোতায়েন রাখা হয়েছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নজরদারি বৃদ্ধি করেছে।
তিনি আরো বলেন, ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারাদেশে পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন রয়েছেন। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। যেকোনো নাশকতা ও হামলা মোকাবিলায় র্যাবের কমান্ডো টিমের পাশাপাশি এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।