বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

যমুনা নদী থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

যমুনা-নদী-থেকে-দুই-ভাইয়ের-লাশ-উদ্ধার

যমুনা-নদী-থেকে-দুই-ভাইয়ের-লাশ-উদ্ধার

পাবনায় যমুনা নদীতে নিখোঁজের দুইদিন পর পান্না সরদার ও পিয়াস শেখ নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা আপন খালাতো ভাই। 

সোমবার সকালে পাবনার নগরবাড়ী নৌ-বন্দরের প্রতাপপুর এলাকায় যমুনা নদী থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার দুপুরে পান্না সরদার ও পিয়াস শেখ জাহাজের সঙ্গে ধাক্কা লাগার ভয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন। মৃত পান্না পাবনার সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের আক্কাছ সরদারের ছেলে ও পিয়াস সুজানগর উপজেলার কোলচুড়ি গ্রামের আমিরুল শেখের ছেলে।

জানা যায়, পান্না সরদার ও পিয়াস শেখ শনিবার নগরবাড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। একইদিন দুপুরের দিকে ঐ এলাকার আরেক যুবকের সঙ্গে তারা নগরবাড়ী ঘাটে গিয়ে নৌকায় চড়ে যমুনা নদীতে বেড়াতে যান। এ সময় নগরবাড়ী ঘাটে জাহাজের সঙ্গে নৌকার ধাক্কা লাগার ভয়ে নৌকা থেকে তিনজনই নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় ছেলেটি সাঁতরে তীরে উঠতে পারলেও পান্না ও পিয়াস নিখোঁজ হন। সোমবার সকাল ৭টার দিকে প্রতাপপুর জামে মসজিদ এলাকায় নদী থেকে একটি কার্গো জাহাজ ছেড়ে যাওয়ার পর লাশ দুইটি ভেসে ওঠে। লাশ দুইটি জাহাজের নিচে আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

এ বিষয়ে আমিনপুর থানার ওসি রওশন আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।