শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৫ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তৃণমূল নেতাকর্মীদের কাছে মির্জা ফখরুল ভণ্ড-প্রতারক

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

তৃণমূল-নেতাকর্মীদের-কাছে-মির্জা-ফখরুল-ভণ্ড-প্রতারক

তৃণমূল-নেতাকর্মীদের-কাছে-মির্জা-ফখরুল-ভণ্ড-প্রতারক

আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়ী করছেন তৃণমূল নেতাকর্মীরা। মিথ্যা সান্ত্বনা দেওয়ায় তাকে ভণ্ড-প্রতারক বলেও আখ্যায়িত করেছেন তারা।

দলীয় সূত্র মতে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া যেন কোনোভাবে মুক্ত হতে না পারেন সেজন্য তারেক রহমানের নির্দেশ মেনে আন্দোলনের পথে অগ্রসর হচ্ছেন না মির্জা ফখরুল। এ কারণে দলে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। বিভক্ত বিএনপির খালেদাপন্থী অংশ চাইছে দ্রুত আন্দোলন জোরদার করে নেত্রীকে মুক্ত করতে। অপর অংশ চাইছে খালেদা জিয়ার অবসর ঘোষণার মাধ্যমে তারেক রহমানের হাতে দলের নেতৃত্বের ভার ছেড়ে দিতে।

এনিয়ে দলের অভ্যন্তরে তৈরি হয়েছে চরম বিভেদ। উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকবার দলীয় কার্যালয়ে বাকবিতণ্ডাও হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন-কর্মসূচির বিষয়ে মিথ্যা সান্ত্বনা দিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন। তিনি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ভূমিকা না রেখে তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। যা সম্পূর্ণ অনৈতিক।

তিনি আরো বলেন, বিএনপির কার্যালয়কে ফখরুল সাহেব এক অর্থে সন্ত্রাসীদের ঘর বানিয়ে ফেলেছেন। সেখানে সবাই ঘরের শত্রু বিভীষণ হয়ে আবির্ভূত হয়েছেন। খালেদাপন্থী নেতাকর্মীদের কার্যালয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে। এসবের পেছনে তারেক রহমানের ইন্ধন রয়েছে। দলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার জন্য তারেক রহমান নিয়মিত মির্জা ফখরুলের সঙ্গে যোগাযোগ করছেন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, তারেক রহমান এরই মধ্যে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই ছাত্রদলের কমিটি বাতিলসহ দলের সাংগঠনিক ভিত্তি নষ্ট করেছেন। ক্ষমতার জন্য তারেক রহমান বিতর্কিত পথে হাঁটতে শুরু করেছেন।