মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চেলসির হয়ে প্রথম জয়ের স্বাদ পেলেন পটার

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

চেলসির-হয়ে-প্রথম-জয়ের-স্বাদ-পেলেন-পটার

চেলসির-হয়ে-প্রথম-জয়ের-স্বাদ-পেলেন-পটার

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে পরাজিত করেছে চেলসি। এই জয়ের মাধ্যমে চেলসির দায়িত্ব নেয়ার পর প্রথম সাফল্য পেলেন কোচ গ্রাহাম পটার।

এদিকে আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লীগে প্রত্যাবর্তনের পর লিভারপুলের ভিত কাপিয়ে দিয়েছেন ব্রাইটনের ফরোয়ার্ড লিয়েন্দ্রো ট্রসার্ড। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি।

সেলহার্স্ট পার্কে অনুষ্ঠিত লিগ ম্যাচে চেলসির কোচ হিসেবে প্রথম জয় পেয়েছেন পটার। বরখাস্ত হওয়া থমাস টুখেলের পরিবর্তিত হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় ম্যাচেই ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে জয়ের দেখা পেলেন তিনি।

ব্রাইটন থেকে চেলসির দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পটার। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্যালেসের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের ৭ মিনিটেই অবশ্য গোল হজম করতে হয় চেলসিকে। স্বাগতিকদের হয়ে টপ কর্ণার থেকে এ সময় গোল করেন ওডসন এডুয়ার্ড। তবে ৩৮ মিনিটে পিয়েরে-এমেরিক আবামেয়াং গোলটি পরিশোধ করে চেলসিকে সমতায় ফিরিয়ে আনেন।

বার্সেলোনা থেকে চেলসিতে আসার পর এটি ছিল তার প্রথম গোল। ম্যাচের শেষ মিনিটে (৯০ মি.) গোল করে ব্লুজদের বিজয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় কনর গালাঘের। গত মৌসুমটি তিনি ধারের খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন প্যালেসে।

খেলা শেষে চেলসি কোচ বলেন, ‘এক গোলে পিছিয়ে পড়ার পর পুরো তিন পয়েন্ট লাভ করতে পারাটা দারুণ ব্যাপার। এর পুরো কৃতিত্ব খেলোয়াড়দের।’