বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরা সীমান্তে অস্ত্র-গুলিসহ একজন আটক 

প্রকাশিত : ১১:১৫ এএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

সাতক্ষীরা-সীমান্তে-অস্ত্র-গুলিসহ-একজন-আটক 

সাতক্ষীরা-সীমান্তে-অস্ত্র-গুলিসহ-একজন-আটক 

সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  

আটক কামাল হোসেন জেলার দেবহাটা উপজেলার বহেরার শওকত আলীর ছেলে।

সোমবার সকালে ৩৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোদ আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৪/৪-এস থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীপুর ঢালিপাড়া এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি শর্টগান (পিস্তল), তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে।

আটক কামাল হোসেনকে মালামালসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।