লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে পা বিচ্ছিন্ন নারীর
প্রকাশিত : ১১:১৫ এএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
লঞ্চ-ও-পন্টুনের-মাঝে-চাপা-খেয়ে-পা-বিচ্ছিন্ন-নারীর
রিনা আক্তার মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়নের মৃত কামাল রাঢ়ীর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পেয়ে এসআই রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, রিনা আক্তার নামে ওই নারী তার মা ফাতেমা বেগমকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে লঞ্চঘাটে গিয়ে ছিলেন। এমভি ফারহান-৪ লঞ্চটি ঘাটে ভিড়লে রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে নিয়ে লঞ্চে উঠছিলেন। এ সময় লঞ্চ ও পল্টুনের মাঝে চাপা খেয়ে বাম পায়ে গুরুতর জখম হয়। বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়। হাটুর নিচের অংশ চামড়ার সঙ্গে ঝুলছিলো। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা ।
এসআই রফিকুল ইসলাম বলেন, রিনা আক্তারের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে, লঞ্চ মাস্টার (চালক) বা স্টাফদের কোনো ধরনের গাফিলতি কিংবা অবহেলা আছে কি-না তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।