খালে মিলল হত্যা মামলার আসামির গলাকাটা লাশ
প্রকাশিত : ০১:১৫ এএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
খালে-মিলল-হত্যা-মামলার-আসামির-গলাকাটা-লাশ
রোববার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ২৪ বছর বয়সী রনি চাঁচড়ার গোলদারপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকার বাবুর ছেলে। তিনি পেশায় মাছের ঘের শ্রমিক ছিলেন ও একই এলাকার ইমরোজ হত্যা মামলার আসামি।
স্বজনদের বরাত দিয়ে চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর আকিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় রনিকে বাড়ি থেকে ডেকে নেন বন্ধু রকি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে রকিকে ধরে স্থানীয়রা গণপিটুনি দিলে রনির সন্ধান দেন। রোববার সন্ধ্যার পর চাঁচড়া বর্মণপাড়ার দক্ষিণপাড়া শ্মশানের খাল থেকে রনির লাশ উদ্ধার করে পুলিশ।
ইন্সপেক্টর আকিকুল ইসলাম আরো জানান, নিহতের গলা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে কুপিয়ে হত্যার পর খালে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।