আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ০১:১৫ এএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
আলেশা-মার্টের-চেয়ারম্যানের-বিরুদ্ধে-মামলা
রোববার আমলি আদালতে মামলাটি করেন জেলা শহরের শহীদ তিতুমীর সড়ক এলাকার বাসিন্দা সাকিব উল ইসলাম।
মামলার আইনজীবী আসাদুজ্জামান খান রিনো জানান, মামলা হওয়ায় আদালত থেকে বিবাদীর প্রতি সমন নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশ গ্রহণ করলে তাকে আদালতে হাজির হতে হবে।
মামলা সূত্রে জানা গেছে, অফারে প্রলুদ্ধ হয়ে আলেশা মার্ট থেকে একটি ‘পালসার’ ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য গত বছরের ২০ জুন এক লাখ ১৭ হাজার ৬৪৫ টাকা পরিশোধ করেন অভিযোগকারী সাকিব। ৪৫ দিনের মধ্যে বাইকটি ডেলিভারি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে দেয়নি প্রতিষ্ঠানটি। টাকা ফেরত চেয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করলে নিজের স্বাক্ষর করা এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেন সাকিবকে। কিন্তু ওই চেকটি নীলফামারীর অগ্রণী ব্যাংক শাখায় কয়েক দফা জমা দিয়েও হিসাব নম্বরে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি সাকিব।
একপর্যায়ে গত ২৪ জুলাই চেকটি নীলফামারী অগ্রণী ব্যাংক থেকে সাকিবকে ডিজঅনার হিসেবে স্লিপ দেওয়া হয়। এ অবস্থায় আলেশা মার্ট চেয়ারম্যানের কয়েকটি বাণিজ্যিক দফতরে উকিল নোটিশ পাঠিয়েও কোনো প্রতিকার পাননি সাকিব। তাই নীলফামারী আদালতে প্রতারণার মামলা করেন ভুক্তভোগী সাকিব।