অনলাইনে বিশ্বকাপের জার্সি বিক্রির চিন্তা করছে বিসিবি
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
অনলাইনে-বিশ্বকাপের-জার্সি-বিক্রির-চিন্তা-করছে-বিসিবি
বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সুন্দর এ্যনিম্যাশন ভিডিও প্রকাশের মাধ্যমে জার্সি উন্মোচন করে।
বিশ্বকাপের এবারের জার্সিতে দেশের গৌরব জামদানি, সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগারকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।
যদিও আগে ঘোষণা ছিল ভক্তদের-অনুরাগীদের জন্য বাংলাদেশ দলের জার্সি বিক্রি হবে না। সেখান থেকে কিছুটা নমনীয় হয়েছে বিসিবি। মন্দের ভালো হিসেবে কিছুটা সুখবরও দিলেন ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, জার্সি অনলাইনে বিক্রির জন্য চেষ্টা চলছে। তবে এখনো কাউকে বিক্রির অনুমতি দেয় হয়নি বলেও জানিয়েছেন এ কর্তা।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'বিশ্বকাপের জার্সি অনলাইনে বিক্রি করা যায় কিনা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমরা এটা চেষ্টা করছি। কিছু আনুষ্ঠানিকতা আছে। খুব সম্ভবত আমরা ওয়েবসাইটের মাধ্যমে করবো। সেটাই চেষ্টা করছি। কিন্তু কাউকে আমরা বিক্রির অনুমতি দেইনি।'