রাজশাহীতে তিনটি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
রাজশাহীতে-তিনটি-ওয়ান-শুটারগানসহ-অস্ত্র-ব্যবসায়ী-আটক
রোববার সন্ধ্যায় রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, এক ব্যক্তি অবৈধ মাদকসহ একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানযোগে বানেশ্বর বাজার থেকে ইউসূফপুর এলাকার দিকে যাচ্ছে। সংবাদটি পাওয়ার পরপরই রোববার বিকেল ৫টার দিকে নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা রেলগেট এলাকায় র্যাবের টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনার সময় সাড়ে ৫টার দিকে ব্যাটারিচালিত চার্জারভ্যান চেকপোস্টের সামনে আসলে ভ্যানটি থামানোর সংকেত দিলে চালক নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
পরে আসামিকে জিজ্ঞাসাবাদে করলে সে জানায়, তার নিকট অস্ত্র আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তিনটি ওয়ান শুটারগান, একটি অটোভ্যান, নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলমান আছে বলেও জানায় র্যাব-৫।