বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলাউদ্দিন হত্যায় যুবদল নেতাসহ ১৪ জনের নামে মামলা

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার

আলাউদ্দিন-হত্যায়-যুবদল-নেতাসহ-১৪-জনের-নামে-মামলা

আলাউদ্দিন-হত্যায়-যুবদল-নেতাসহ-১৪-জনের-নামে-মামলা

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় আলাউদ্দিন হত্যা মামলায় যুবদল নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ এবং আরো ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। 

গত শনিবার চন্দ্রগঞ্জ থানায় নিহত আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান আকাশ এ মামলা দায়ের করেন। এতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনের নাম উল্লেখ রয়েছে। তিনি এ মামলার ৯ নম্বর আসামি। তার নেতৃত্বে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত যুবদল নেতা ফরিদ সদর উপজেলার জাহানবাদ এলাকার আবুল কালামের ছেলে।

অভিযোগ ও এজহার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে পোদ্দার দিঘীর পাড় এলাকায় আলাউদ্দিনকে গুলি করে হত্যা করেন একই এলাকার সাহাবউদ্দিনের ছেলে ছোট নিশান ও নন্দীগ্রামের সিরাজ উল্যাহর ছেলে মুরাদ। তারা দুইজনই গুলি করেন আলাউদ্দিনকে। এছাড়া জেলা যুবদল নেতা ফরিদ উদ্দিন তার হাতে থাকা বন্দুকের বাট দিয়ে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, কাশিপুর এলাকার বদিউজ্জামান খোকনের ছেলে ছোট ইউসুফ, মিরকপুর এলাকার ইসমাইলের ছেলে আনোয়ার হোসেন, উশিয়ারকান্দি এলাকার আবুল কালামের ছেলে জাবেদ, ফজলুল করিমের ছেলে আক্তার হোসেন ও আবদুল মতিনের ছেলে মাহবুবুর রহমান বাচ্চু। ফতেধর্মপুর এলাকার মাসুদ ছেলে রাকিব, বিজয়নগর এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল গনি, তসলিমের ছেলে পারভেজ, নন্দীগ্রামর দুলালের ছেলে সুমন, তিলশাদপুর এলাকার আবুল কালামের ছেলে শিপন ও রামগঞ্জেন বদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সাইফুল।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, হত্যার ঘটনায় আলাউদ্দিনের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় মামলার ৫ নম্বর আসামি জাবেদকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।