মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

র‍্যাবে সব সময়ই সংস্কার-আধুনিকায়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯:১০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার

র‍্যাবে-সব-সময়ই-সংস্কার-আধুনিকায়ন-হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাবে-সব-সময়ই-সংস্কার-আধুনিকায়ন-হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) সব সময়ই সংস্কার হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করা হচ্ছে।

রোববার রাজধানীর একটি হোটেলে মানবপাচার বিষয়ক বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব একটি এলিট ফোর্স। আমরা র‍্যাবকে বিশেষ কিছু দায়িত্ব দিয়ে থাকি। র‍্যাব তার নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। র‍্যাবের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলেই আমরা তা পর্যালোচনা করি। যদি অপরাধের সঙ্গে কারো সম্পৃক্ততা থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হয়।

তিনি আরো বলেন, পুলিশ বা র‍্যাব সদস্যরা কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হয় না। র‍্যাব বা পুলিশ যে-ই হোক, যারা অপরাধমূলক কর্মকাণ্ড করছেন তাদেরই শাস্তির আওতায় আনা হচ্ছে। আইন অমান্য করায় এখন অনেক পুলিশ ও র‍্যাব সদস্য জেল খাটছেন। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।