শেষ মুহূর্তে গ্রেফতার এড়ালেন ইমরান খান
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
শেষ-মুহূর্তে-গ্রেফতার-এড়ালেন-ইমরান-খান
রোববার (২ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট এক সংক্ষিপ্ত শুনানি শেষে আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে জামিন দিয়েছেন।
এর আগে শনিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গত ২০ আগস্ট এক জনসমাবেশে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়।
এই মামলায় ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ইমরান খান ক্ষমা চেয়ে বলেছিলেন, আদালত চাইলে তিনি সেই নারী বিচারকের কাছে গিয়েও ক্ষমা চাইবেন। তিনি আর কখনো আদালত বা বিচার বিভাগের অনুভূতিতে আঘাত করবেন না।
গত ২০ আগস্টের এক সমাবেশে সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতারের ঘটনায় নারী বিচারক জেবা চৌধুরী ও ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান।
আরো পড়ুন>> ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ
পাকিস্তানের আইন অনুসারে, আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে অন্তত পাঁচ বছর সরকারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন ইমরান খান।
এদিকে শনিবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন ইমরান খান। সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছ থেকে এনআরও চেয়েছিল। তাই পিটিআই সরকারের ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে ব্লাকমেইল করেছে তারা। প্রথমে নির্বাচন করা ছিল তাদের লক্ষ্য। তবে এখন তারা সেই লক্ষ্য থেকে দূরে সরে গেছে। তারা আগে আমাকে অযোগ্য ঘোষণা করবে, তারপর নির্বাচন করতে চায়।
সম্প্রতি প্রেসিডেন্ট হাউসে ইমরান খানের একটি মিটিং সম্পর্কে অডিও ফাঁস হয়েছে। ধারণা করা হয়, প্রেসিডেন্ট আলভির প্রাসাদে সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়ার সঙ্গে গোপন বৈঠক করেছেন ইমরান। অনেকের ধারনা, ওই বৈঠকে কোনো ফলপ্রসু আলোচনা না হওয়াতেই ইমরান খানকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে।
আরো পড়ুন>> ভারতীয় কোম্পানির ওপর প্রথমবারের মতো মার্কিন নিষেধাজ্ঞা
ওই বৈঠক সম্পর্কে ইমরান খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মিথ্যা কথা বলবো না। আবার সত্য বলতেও পারবো না।
ইমরান বলেন, আমি সব সময় বিশ্বাস করি সবকিছু আলোচনা হওয়া উচিত।
সাক্ষাৎকারে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে ‘ইডিয়ট’ বলেন ইমরান। দুজনের নাম উল্লেখ করেই ইমরান খান বলেন, মাঠপর্যায়ে কখনো কাজ করেননি তারা। রাজনৈতিক সংগ্রামেরও অভিজ্ঞতা নেই তাদের।
ইমরান বলেন, এই দুই ইডিয়টকে ক্ষমতায় রেখে পিপিপি ও পিএমএলএন কীভাবে আশা করে, ২৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তির বিরুদ্ধে লড়াই করবে!
সূত্র: ডন নিউজ