বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ করোনা মোকাবিলায় বিশ্বে রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার

বাংলাদেশ-করোনা-মোকাবিলায়-বিশ্বে-রোল-মডেল-স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ-করোনা-মোকাবিলায়-বিশ্বে-রোল-মডেল-স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ করোনা মোকাবিলায় বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এটি খুব কম দেশই করতে পেরেছে।

কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন ১২টি ক্লিনিক উদ্বোধনের সময় রোববার তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এসব কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনার শুরু থেকে স্বাস্থ্যসেবা কর্মসূচি বৃদ্ধি করেছে। এছাড়া দেশব্যাপী কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে দেশের শেষ সীমান্ত কক্সবাজারের টেকনাফে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। দেশের প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীও  স্বাস্থ্যসেবা পাচ্ছে।

জাহিদ মালেক বলেন, মানবিক দিক বিবেচনা করে প্রধানন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তবে এটা সত্য রোহিঙ্গাদের কারণে এ অঞ্চলের মানুষের নিরাপত্তা-স্বাস্থ্যবেসায় ব্যাপক প্রভাব পড়েছে। 

এ সময় আরো বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) ও লাইন ডিরেক্টর (এইচজিএসপি অপারেশন প্ল্যান) জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলাম প্রমুখ।