নান্দাইলে দাখিল মাদরাসায় নানা অনিয়মের অভিযোগ
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
নান্দাইলে-দাখিল-মাদরাসায়-নানা-অনিয়মের-অভিযোগ
স্থানীয়রা জানান, অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলেও বর্তমান সুপার মাওলানা রুহুল আমিন ও সভাপতি মো. শামসুল ইসলাম সম্পূর্ণ গোপনীয়ভাবে এলাকায় প্রচার প্রচারণা না চালিয়ে অতি গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে। কমিটিতে অভিভাবক নয় এমন কয়েকজনকে সদস্য করা হয়।
গত ২৯ জুন গোপনে কমিটির অনমোদন করে। এতে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়।
এ বিতর্কিত কমিটি মাদরাসার নিরাপত্তা কর্মী ও আয়া পদে একজন করে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। মাদরাসার বর্তমান সভাপতির অনার্স পাস মেয়ে মাহমুদাকে আয়া পদে নিয়োগ দান করার উদ্যোগ নেয়া হলে বিষয়টি এলাকায় জানাজনি হয়। কমিটিতে যাদের সদস্য করা হয়েছে তারা পরস্পর নিকট আত্মীয় বলে এলাকাবাসী অভিযোগ করে। ৮ম শ্রেণি পাসের পদে অনার্স পাস করা সভাপতির মেয়েকে নিয়োগ দান করার প্রক্রিয়া শুরু করায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
এসব অনিয়ম নিয়ে মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে নেওয়াজ আলী, মো. আবদুল মান্নান, মো. জুনায়েদ হোসেন, মো. আল আমিন ভূঁইয়া, রতন মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বের মাদরাসার বর্তমান কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন ও ২ টি পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এলাকার ছাত্র -ছাত্রী অভিভাবকগণ যথাযথ কর্তৃপক্ষ বরাবর জোর দাবি জানিয়েছেন ।