‘আমি এখন বাইসাইকেলে চড়ে স্কুলে যাবো’
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
আমি-এখন-বাইসাইকেলে-চড়ে-স্কুলে-যাবো
বাইসাইকেল পাওয়া ছাত্রী ও সেলা্ই মেশিন পাওয়া হতদরিদ্র নারীারা এভাবেই তাদের আবেগ প্রকাশ করেন।
রোববার বিকেলে ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপুর রাজনৈতিক কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে মরহুম কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশন এই সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করে।
গাংনী পৌর এলাকার হতদরিদ্র নারী ও অসহায় দুস্থ ছাত্রীদের মাঝে ৩৭টি সেলাই মেশিন ও ৩২টি বাইসাইকেল বিতরণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে অসহায় দুস্থ নারী ও শিক্ষার্থীদের মাঝে এই সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সমাজ সেবক হাজী মোহাম্মদ মহসিন আলী, ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা শিপু বলেন, এই কর্মসূচির মাধ্যমে গাংনী পৌর এলাকার হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান তৈরি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী উৎসাহিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর ২ আসনের এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, একটি সেলাই মেশিন দিয়েই সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব। যারা এ্ই সেলাই মেশিন নিয়েছেন আমার অনুরোধ তারা ভালোভাবে কাজ করে আপনাদের স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন।
তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। বিত্তবানরা অবহেলিত মানুষের পাশে সহায় হয়ে দাঁড়ালে এই দেশ, এই সমাজ এক সময় বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন এদেশের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বর্তমান সরকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। বিধবা ভাতা, বয়স্কভাতা প্রদান, গৃহহীনদের গৃহ প্রদান, মুক্তিযোদ্ধাভাতাসহ নানাভাবে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিচ্ছেন।