বীর মুক্তিযোদ্ধা ইরফান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
বীর-মুক্তিযোদ্ধা-ইরফান-আলীকে-রাষ্ট্রীয়-মর্যাদায়-দাফন
রোববার বেলা আড়াইটার দিকে ইরফান আলী মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১ ছেলে ২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে রাধারকান্তুপুর ক্লাব মাঠে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার ও জানাজা শেষে বাদ মাগরিব দাফন সম্পন্ন হয়েছে।
সদরের ইউএনও ওবায়দুল্লাহ গার্ড অফ অনার গ্রহণ করেন। মেহেরপুর সদর থানার পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন। এছাড়া তার কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে আচ্ছাদিত করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন।