ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে দাঙ্গার জন্য ক্ষমা চাইলো সরকার: নিহত ১৭৪
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
ইন্দোনেশিয়ার-স্টেডিয়ামে-দাঙ্গার-জন্য-ক্ষমা-চাইলো-সরকার-নিহত-১৭৪
কোনো স্টেডিয়ামে ঘটা এমন ঘটনাকে বিশ্বের সবচেয়ে বড় বিপর্যয় বলা হচ্ছে। এ ঘটনায় ক্ষমা চেয়েছে ইন্দোনেশীয় সরকার।
গত শনিবার বিকেলে দর্শক ভর্তি মালাঙ্গার পূর্ব জাভার কানজুরুহান স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল দল আরেমা এফসি পরাজিত হয়। এরপরই স্টেডিয়ামে শুরু হয় বিশৃঙ্খলা, যা পরে ছড়িয়ে পড়ে পুরো মাঠে।
এমন ভয়াবহ ট্রাজেডি কেন ঘটলো সে বিষয়ে যথাযথ তদন্ত এবং এতে ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।
ইন্দোনেশিয়ার ক্রীড়া ও যুব মন্ত্রী জয়নুদিন আমালি স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাসকে বলেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত, এটি আমাদের ফুটবলকে এমন সময়ে ‘আহত’করেছে, যখন সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পারেন।
তিনি আরো বলেন, আমরা ম্যাচের আয়োজন ও সমর্থকদের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করবো। আমরা কি ম্যাচে সমর্থকদের উপস্থিতি আবারো নিষিদ্ধ করার দিকে যাবো? সেটাই আলোচনা হবে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন এ ঘটনা ঘটে। প্রিয় দল হেরে যাওয়ায় কয়েক হাজার মানুষ মাঠে অবস্থান নেন।
এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে সবাই হুড়োহুড়ো করে স্টেডিয়াম থেকে বের হওয়ার চেষ্টা করেন। এসময় পদদলিত হয়ে, অক্সিজেনের অভাবে অনেকে মারা যান। সূত্র : গার্ডিয়ান