ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
ব্রাজিলে-প্রেসিডেন্ট-নির্বাচনের-ভোট-গ্রহণ-আজ
জরিপ সংস্থা ডাটাফোলা বলছে, বৈধ ভোটের ৫০ শতাংশ লুলাকে বেছে নিয়েছেন। প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পক্ষে মত দিয়েছেন ৩৬ শতাংশ। রান-অফ এড়াতে একজন প্রার্থীর ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে কয়েক দশকের মধ্যে এ নির্বাচন রাজনৈতিক মেরুকরণ গড়ে দিতে পারে। কারণ, এই নির্বাচনের মাধ্যমে ব্রাজিলের ভোটারেরা সিদ্ধান্ত নেবেন দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন কারাগারে থাকা বামপন্থী নেতা লুলা ক্ষমতায় ফিরবেন নাকি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারোই ক্ষমতায় থাকবেন।
দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রথম দফায় (আজ) কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। এতে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরো পড়ুন>> ভারতীয় কোম্পানির ওপর প্রথমবারের মতো মার্কিন নিষেধাজ্ঞা
লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। দরিদ্র ও শ্রমিকবান্ধব পদক্ষেপের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারাভোগ করেন লুলা। যদিও পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল। নির্বাচিত হলে ৭৬ বছর বয়সী এই নেতার প্রত্যাবর্তন দৃষ্টান্ত হয়ে থাকবে।
অপরদিকে, বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো আমাজন ‘বনখেকো’ বলে চিহ্নিত হয়েছেন। এ ছাড়া করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ আরো বেশ কয়েকটি কারণে বলসোনারোর জনপ্রিয়তা কমে গেছে সম্প্রতি। তবে আবার প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেয় দেশটির জনগণ সেটাই দেখার বিষয়।