কুমিল্লায় দুইপক্ষের টানাটানিতে বিএনপির করুণ দশা
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
কুমিল্লায়-দুইপক্ষের-টানাটানিতে-বিএনপির-করুণ-দশা
তৃণমূল নেতাকর্মীরা জানান, দুইপক্ষের টানাটানিতে নেতাকর্মীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। এর মারাত্মক প্রভাব পড়েছে দলটির সাংগঠনিক কার্যক্রমে। করুণ অবস্থার মধ্যদিয়ে দলটি এখন দিন পার করছে।
তারা আরো জানান, কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পরই দীর্ঘদিনের গ্রুপিং ফের মাথাচাড়া দিয়ে উঠে। মূলত কমিটি দুটির সদস্যসচিব ইয়াসিন গ্রুপের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বিপত্তির শুরু। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন মহানগর বিএনপির নতুন আহ্বায়ক আমিরুজ্জামান। আবার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।
কুমিল্লার স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতাকর্মী জানান, অযোগ্য অনেকেই কমিটিতে ওপরে স্থান পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম বলেন, যাকে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব পদ দেওয়া হয়েছে, তার নামের আগে পাগলা শব্দ আছে। তাকে মানুষ পাগলা জসিম বলেন। তিনি মাদক ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। টাকার বিনিময়ে এই কমিটি আনা হয়েছে।