সরকারি শিল্পকারখানা স্বচ্ছতার মধ্য দিয়ে চালাতে হবে: কৃষিমন্ত্রী
প্রকাশিত : ০৫:১০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
সরকারি-শিল্পকারখানা-স্বচ্ছতার-মধ্য-দিয়ে-চালাতে-হবে-কৃষিমন্ত্রী
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশনের (এনপিও) এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, একটি সমন্বিত স্টাডি করে দেখা দরকার সরকারি শিল্পকারখানার কোনটির উৎপাদনশীলতা ভালো, কোনটির কম। জাতির সামনে সে স্টাডি তুলে ধরতে হবে। একই সঙ্গে বেসরকারি শিল্পকারখানাগুলোর উৎপাদনশীলতা বাড়াতে জোর দিতে হবে।
তিনি বলেন, কৃষিতে আগে উৎপাদনশীলতা অনেক কম ছিল। উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীলতা এখন অনেক বেড়েছে। আগে এক বিঘা জমিতে ৪-৫ মণ ধান হতো, এখন তা ১৭-১৮ মণ হয়েছে। এই উৎপাদনশীলতা বাড়ার ফলেই প্রায় ১৭ কোটি মানুষের খাবার যোগান সম্ভব হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, তবে উৎপাদনশীলতা আরো বাড়ানো সম্ভব। আমাদের বিজ্ঞানীরা এমন জাত যেমন- ব্রি ধান ৮৯, ৯২ উদ্ভাবন করেছেন, যার ফলন বিঘায় ৩০ মণের বেশি। এগুলো সম্প্রসারণের চেষ্টা চলছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অন্যদের মধ্যে শিল্পসচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এনপিওর মহাপরিচালক মো. মেসবাহুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।