ইচ্ছা সত্ত্বেও যে কারণে জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না রাজা চার্লস
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
ইচ্ছা-সত্ত্বেও-যে-কারণে-জলবায়ু-সম্মেলনে-যাচ্ছেন-না-রাজা-চার্লস
গত সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে সিংহাসনে বসেছেন তার বড় সন্তান চার্লস। সিংহাসনে আরোহণের আগে চার্লস জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন।
ব্রিটেনের গ্লাসগোতে গত বছর জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাতে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন রোধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সাবেক প্রিন্স (বর্তমান রাজা) চার্লস।
আগামী নভেম্বর মাসে মিশরের শারম আল শেখে ২৭ তম জলবায়ু সম্মেলন (কপ-২৭) হবে। এ বছরও জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন তিনি। এ বিষয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পরামর্শ চান।
বিবিসি জানায়, লিজ ট্রাস তাকে জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী, চার্লসের জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া হচ্ছে না চার্লসের। চার্লস বরাবরই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে সোচ্চার। এ বিষয়ে একাধিকবার নিজের মতামতও প্রকাশ করেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীর এ পরামর্শে কিছুটা নাখোশ হবে নতুন রাজা চার্লস। এ সিদ্ধান্ত দুজনের সম্পর্কে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে।