মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই বছর ধরে শিশুকে ধর্ষণ, ধর্ষককে ১৪২ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার

দুই-বছর-ধরে-শিশুকে-ধর্ষণ-ধর্ষককে-১৪২-বছরের-কারাদণ্ড

দুই-বছর-ধরে-শিশুকে-ধর্ষণ-ধর্ষককে-১৪২-বছরের-কারাদণ্ড

দুই বছর ধরে শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪১ বছর বয়সী ব্যক্তিকে ১৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। জরিমানা না দিলে কারাদণ্ডের মেয়াদ আরো তিনবছর বাড়বে বলে নির্দেশ দিয়েছে আদালত। 

ভারতের কেরালার পাথানামথিত্তা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (প্রধান পকসো) বিচারক জয়কুমার জন এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আনন্দন পি আর ওরফে বাবু।

২০১৯ থেকে টানা দুই বছর ধরে আত্মীয়ের বাড়িতে থাকতেন আনন্দন পি আর ওরফে বাবু। সেই বাড়িতে ছিল ১০ বছরের এক শিশু। সেই সময় শিশুর ওপর নৃশংস অত্যাচার চালান বাবু। পরে তিরুভালা থানায় বাবুর বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। আদালতেও দোষী সাব্যস্ত হন বাবু।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের মামলায় কোনো অভিযুক্তকে রেকর্ড শাস্তি দেওয়া হয়।