ইতালিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়লো ৫৯ শতাংশ
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২ অক্টোবর ২০২২ রোববার
ইতালিতে-গ্যাস-বিদ্যুতের-দাম-বাড়লো-৫৯-শতাংশ
রুশ কোম্পানি গ্যাজপ্রম ইতালিতে গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা পরই দাম বাড়ালো নতুন জোট সরকার।
করোনা বিপর্যয়ের পর হঠাৎ করে ৫০ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় ইতালি। এছাড়া গ্যাসের দাম বাড়ানো হয় ৪০ শতাংশ। এবারের নির্বাচনে বিষয়টিকে এজেন্ডা হিসেবে নেয় মধ্যডানপন্থি জোট।তবে সরকার গঠনে আগে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে জোটটি। এতে চরম দুশ্চিন্তায় নিম্নআয়ের মানুষ।
সেখানকার বসবাসরত নাগরিকরা বলছেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে না এলে জীবনযাপন অত্যন্ত কষ্টের হবে। ইতালির পরিস্থিতি অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের দাম ৫৯ শতাংশ করে বাড়ানো হয়েছে। এতে চরমভাবে আতঙ্কিত। ইতালিতে মুদ্রাস্ফীতি বাড়লেও সব নাগরিকের বেতন বাড়েনি।
ইতালিতে মধ্য ডানপন্থিদের সরকার গঠনের পর নানা শঙ্কায় দিন পার করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। এর মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর খবর তাদের জন্য আর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো।