ই-গেমে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ সৌদির
প্রকাশিত : ১১:৫০ এএম, ২ অক্টোবর ২০২২ রোববার
ই-গেমে-৩৮-বিলিয়ন-ডলার-বিনিয়োগ-সৌদির
সৌদি আরবের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিতে বেশ পরিবর্তন এনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান। এবার বিনোদন বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ই-গেম খাতে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন সদ্য প্রধানমন্ত্রী পদে পদোন্নতি পাওয়া এ যুবরাজ।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ বিন সালমানের এ বিনিয়োগের ফলে বিশ্বে ই-গেমের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে সৌদি আরব। এ অর্থ সেভি গেম ফান্ড নামে একটি তহবিলের মাধ্যমে বিনিয়োগ করা হবে।
ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই পরিকল্পনার আওতায় এ বিনিয়োগের ঘোষণা করা হলো।
ঐতিহাসিকভাবে তেল-গ্যাসে সমৃদ্ধ সৌদি আরব। এতদিন এ দুটি খাতে বিনিয়োগ করেছেন তারা। এবারই বিনোদন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে তেল-গ্যাসে সমৃদ্ধ দেশটি।