মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে জার্মানি

প্রকাশিত : ১১:৫০ এএম, ২ অক্টোবর ২০২২ রোববার

ইউক্রেনকে-অত্যাধুনিক-অস্ত্র-দিচ্ছে-জার্মানি

ইউক্রেনকে-অত্যাধুনিক-অস্ত্র-দিচ্ছে-জার্মানি

ড্রোনের আক্রমণ থেকে বাঁচতে ইউক্রেনকে নিজেদের চারটির মধে একটি উচ্চপর্যায়ের এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি। শনিবার ইউক্রেনের শহর ওডেসায় অষোষিত পরিদর্শনে এসে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এ কথা জানান।

বন্দরনগরীতে সাইরেন চলার সময় ল্যামব্রেখট ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ একটি বাঙ্কারে বৈঠকে বসেন। ল্যামব্রেখট পরবর্তীতে তার সফর মলদোভা পর্যন্ত বিস্তৃত করেন।

তিনি এআরডি টেলিভিশিনকে বলেন, আমরা কয়েকদিনের মধ্যে অতি অত্যাধুনিক এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করব। বিশেষ করে ড্রোন প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ।

কয়েক সপ্তাহ ধরে ইরানের তৈরি কামিকাজা ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে রাশিয়া। এটিকে আমলে নিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ওই ড্রোনগুলো হামলায় অনেক প্রাণহানি এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে।

এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত মে মাসে আবিষ্কার হয়। এটিকে দিয়ে মাটি থেকে আকাশের প্রতিরক্ষা করা সম্ভব। সেই অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে বার্লিন। প্রতিটি এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিকে খরচ হয়েছে ১৫০ মিলিয়ন ইউরো।

বিশ্বের অন্যতম সবেচেয়ে অত্যাধুনিক অস্ত্র এআরআইএস-টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মালিকানা জার্মান সেনাবাহিনী নয়।