মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুমরাহকে নিয়ে সুসংবাদ দিলেন সৌরভ

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

বুমরাহকে-নিয়ে-সুসংবাদ-দিলেন-সৌরভ

বুমরাহকে-নিয়ে-সুসংবাদ-দিলেন-সৌরভ

আসন্ন টি-২০ বিশ্বকাপে কি খেলতে পারবেন জাসপ্রিত বুমরাহ? শোনা যাচ্ছে, পিঠের চোটের কারণে ভারতীয় এই পেসারকে চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তেমনটা হলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপে খেলা হবে না তার।

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এখনো নিশ্চিত করে জানানো হয়নি, বুমরাহ অস্ট্রেলিয়ায় যাবেন কি না। এরই মধ্যে বিসিসিআই সভাপতির এক মন্তব্যে আশার আলো দেখতে শুরু করেছেন ভারতীয় সমর্থকরা।

শুক্রবার কলকাতায় এক ডিজিটাল চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘বুমরাহ এখনো বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি।’ বিসিসিআই সভাপতি জানান, তারা বুমরাহকে নিয়ে আশাবাদী। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো দুই-তিনদিন অপেক্ষা করবেন।

বুধবার থিরুভান্তাপুরামে বুমরাহর পিঠের স্ক্যান করানো হয়েছে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে তার ইনজুরির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পিঠের চোটের কারণেই এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছিলেন বুমরাহ। নতুন করে আবার চোটে পড়ায় তার বড় সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তবে বিসিসিআই সভাপতি যেহেতু এখনও আশাবাদী, তাই বিশ্বকাপ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়াল দিতে দেখা যেতে পারে বুমরাহকে। আগামী ৬ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা ভারতীয় দলের।