টানা ৬ দিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর
প্রকাশিত : ১০:১৫ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
টানা-৬-দিন-বন্ধের-ফাঁদে-আখাউড়া-স্থলবন্দর
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি আমাদের জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ২ অক্টোবর রোববার থেকে ৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটি। এছাড়া পরদিন ৭ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছয়দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ৮ অক্টোবর শনিবার পুনরায় স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, ছয়দিন যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্য সময়ের মতোই স্বাভাবিক থাকবে।