বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিষধর রাসেল ভাইপারের কামড়ে প্রাণ গেল কৃষকের

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

বিষধর-রাসেল-ভাইপারের-কামড়ে-প্রাণ-গেল-কৃষকের

বিষধর-রাসেল-ভাইপারের-কামড়ে-প্রাণ-গেল-কৃষকের

ফরিদপুরের চরভদ্রাসনে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ের দুইদিন পর এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম শেখ রাজ্জাক (৫০)।

তিনি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখাঁর ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ এলাকায় বসবাসরত মৃত শেখ ইসমাইলের ছেলে। দুইদিন আগে পার্শ্ববর্তী ছমির বেপারী ডাঙ্গী গ্রামের পদ্মাচরের কাশবনে গরুর ঘাস কাটতে গেলে রাসেল ভাইপার সাপ তাকে কামড় দেয়।

চরহরিরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার হায়দার হোসেন জানান, বৃহস্পতিবার শেখ রাজ্জাককে রাসেল ভাইপার দংশনের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে ওঝা এনে ঝাঁড়ফুকে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছিলেন।

তবে চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ওই কৃষককে সাপে দংশনে মারা যাওয়ার পর আমি খবর জেনেছি। এরআগে আমাকে কেউ খবরটি জানায়নি।