টেকনাফে ৬ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার দুই কৃষক
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
টেকনাফে-৬-লাখ-টাকা-মুক্তিপণে-উদ্ধার-দুই-কৃষক
তারা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর নজির আহমদ এবং তার ছেলে মোহাম্মদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. নাছির উদ্দিন।
হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, গত বৃহস্পতিবার সকালে মরিচ্যাঘোনা এলাকার শসাক্ষেতে কাজ করছিলেন নজির আহমদ, মোহাম্মদ হোসেন, শাহজাহান, মেহেদীসহ কয়েকজন। তখন অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের পাহাড়ি এলাকায় নিয়ে গেলে আরেকটি দুর্বৃত্ত দলের মুখোমুখি হয় অপহরণকারীরা। এ সময় উভয়পক্ষে গোলাগুলি শুরু হলে শাহজাহান ও মেহেদী পালিয়ে আসেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শাহজাহান আহত হন। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে অপহৃত দুই কৃষককে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে তাদের পরিবার।
শনিবার দুপুরে টেকনাফ থানার ওসি মো. নাছির উদ্দিন জানান, বিষয়টি অপহরণ নয়। গরু ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ওই দুইজনকে জিম্মি করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। তাদের আইনের আওতায় আনা হবে।