মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানের বিক্ষোভে ইন্ধন যোগাতে গিয়ে ৯ ইউরোপীয় নাগরিক আটক

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

ইরানের-বিক্ষোভে-ইন্ধন-যোগাতে-গিয়ে-৯-ইউরোপীয়-নাগরিক-আটক

ইরানের-বিক্ষোভে-ইন্ধন-যোগাতে-গিয়ে-৯-ইউরোপীয়-নাগরিক-আটক

মধ্যপ্রাচ্যের দেশ ইরানজুড়ে চলমান বিক্ষোভে পশ্চিমাদের ইন্ধন রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে তেহরান। সেই অভিযোগের আরো পোক্ত প্রমাণ পাওয়া গেল।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানায়- সাম্প্রতিক বিক্ষোভে ভূমিকা রাখায় ইউরোপীয় বেশ কিছু দেশ থেকে নয়জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।

তেহরানের ভাষ্যমতে, জার্মানি, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনসহ আরো কয়েকটি ইউরোপীয় দেশের নয়জন অজ্ঞাত ব্যক্তিকে ‘বিক্ষোভে জড়িত থাকা ও এর পেছনে ষড়যন্ত্র করার সময় গ্রেপ্তার করা হয়েছে।

এরইমধ্যে ইরানি কর্তৃপক্ষ জার্মান, ফরাসি, ব্রিটিশ এবং সুইডিশ দূতাবাসকে তাদের ‘এজেন্টদের’ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ জানিয়ে সতর্কও করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আরো পড়ুন>> বিশ্ববাজারে ফের দাম বেড়েছে সোনার

ইরানের দাবি বিদেশী নাগরিক এবং আলবেনিয়ার বাইরে কাজ করা ইরানি ভিন্নমতাবলম্বীদের একটি দল ‘মোজাহেদিন-ই-খালক’ সংস্থার সদস্যরা এই বিক্ষোভে জড়িত।

এমনকি বিক্ষোভ থেকে ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করা করেছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। সন্ত্রাসীরা এই বিস্ফোরক জনাকীর্ণ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে আটক ইউরোপীয়দের বিরুদ্ধে ইরানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়তে থাকায় ইরান কঠোর হাতে এ আন্দোলন দমন করছে।

আরো পড়ুন>> হারিকেন ইয়ানে লণ্ডভণ্ড ফ্লোরিডা, নিহত প্রায় অর্ধশত

মূলত ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহমা আমিনির মৃত্যু ঘিরে ইরানে এখনো ব্যাপক বিক্ষোভ চলছে। প্রায় দুই সপ্তাহের এ বিক্ষোভে এ পর্যন্ত ৮৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর তেহরান থেকে মাহসা আমিনিকে গ্রেফতার করেছিল ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ। পরে পুলিশি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সূত্র: রয়টার্স