কক্সবাজারে অবৈধ স্থাপনা সরিয়ে সরকারি জমি উদ্ধার
প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
কক্সবাজারে-অবৈধ-স্থাপনা-সরিয়ে-সরকারি-জমি-উদ্ধার
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের বাতিলকৃত প্লটসমূহ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ঢাকা রান্না ঘর, কুমিল্লা কিচেন, ঢাকা রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউজসহ ৮টি বাস কাউন্টার ও ১টি দোকান ভেঙে দেওয়া হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, হাইকোর্ট কর্তৃক প্লটসমূহ বাতিল করা হয় কিন্তু বাতিলকৃত প্লটগুলোতে অবৈধভাবে রেস্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে ওঠে। ফলে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধা হতো। তাই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি উদ্ধার করা হয়েছে।