এশিয়া কাপে শ্রীলংকাকে হারিয়ে ভারতের শুভ সুচনা
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
এশিয়া-কাপে-শ্রীলংকাকে-হারিয়ে-ভারতের-শুভ-সুচনা
বাংলাদেশের কাছে হেরেই চার বছর আগে এশিয়া সেরার মুকুট হারিয়েছিল ভারত। তাই এবার পুরোনো শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার মিশনে নামে হারমানপ্রীত করের দল।
সে মিশনে শ্রীলংকার বিপক্ষে ৪১ রানের জয় টুর্নামেন্টে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছে ৬ বারের চ্যাম্পিয়নদের।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লংকান মেয়েরা। ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে দুই ওপেনারকে হারিয়ে অনেকটা বিপদে পড়ে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
তৃতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন জেমিনা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কর। দুজন মিলে ৯২ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
৫৩ বলে ৭৬ রান করে জেমিনা আউট হলে ইনিংসের শেষদিকে খুব বেশি রান তুলতে পারেনি ভারত। ১৫০ রানের থামে ভারতের ইনিংস।
১৫০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং করেন দুই লংকান ওপেনার। দলীয় ২৫ রানে অধিনায়ক চামারি আতাপাত্তু ফিরলে প্রথম ধাক্কা খায় দ্বীপ দেশটির নারীরা। এরপর রানের চাকা সচল রাখতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
হাসিনি পেরেরা একা লড়াই চালিয়ে গেলেও ৩০ রানের বেশি করতে পারেননি তিনি। ১০ বল বাকি থাকতেই ১০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা।
জয়ের দিনে ভারতের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার ডেলেন হেমালতা। আর দুটি করে উইকেট নেন পুজা ও দীপ্তি শর্মা।