বাসা বদলানোর ঝক্কি কমানোর টিপস
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
বাসা-বদলানোর-ঝক্কি-কমানোর-টিপস
>> বাসা বদলানোর সময় সবকিছু্ই এক বাসা থেকে অন্য বাসায় টেনে নেওয়ার দরকার নেই। যা কিছু আপনার কাছেঅপ্রয়োজনীয়, পুরোনো বা কম প্রয়োজনীয় বলে মনে হয়, সেগুলো বিক্রি করে দিতে পারেন। অথবা কাউকে দিয়ে দিতে পারেন। এতে নতুন বাসাটা হালকা দেখাবে। আপনারও টানাহেঁচড়ার ঝামেলাও কমবে। জিনিসপত্র কার্টনে ওঠানোর পর কিসে কী রাখছেন, একটা মার্কার দিয়ে লিখে রাখুন।
>>কয়েক দিন আগে থেকেই সবজি, মাছ, মাংস যা কিছু ফ্রিজে রাখা-সেগুলো খেয়ে শেষ করুন। নতুন সবজি জমাবেন না।
>> বাসা পাল্টানোর সময় ফ্রিজ নড়াচড়া করার দরকার হয়, সুতরাং কয়েকদিন আগে থেকেই খালি হয়ে গেলে বাসা বদলানোর আগের দিন লাইন বন্ধ করে দিন। পরদিন সকালে কেবল বরফগলা পানি ভালোভাবে মুছে নিন। নতুন বাসায় উঠেই ফ্রিজ চালু করবেন না। কয়েক ঘণ্টা পর লাইন দিন। এতে কমপ্রেশর ভালো থাকবে।
>> নতুন বাসায় উঠে তেলাপোকা মারার ওষুধ, ন্যাপথলিন আর অ্যারোসল স্প্রে করে নিতে পারেন।
>> ঘরের মেঝে, কোণগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর জিনিসপত্র ঘরে তুলুন।
>>বাসা বদলের সময় একটি ইমার্জেন্সি ব্যাগ রাখুন। যেখানে পানি, ঘরের চাবি, টাকা, ওষুধ, সানস্ক্রিন আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখা সম্ভব।
>> ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলে রাখুন। নতুন বাসায় ইলেকট্রিক জিনিসপত্রের সংযোগ যথা সময়ে লাগিয়ে নিন।