মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চার অঞ্চল অন্তর্ভুক্তির ইস্যুতে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে নিরপেক্ষ চীন-ভারত

প্রকাশিত : ১০:৫০ এএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

চার-অঞ্চল-অন্তর্ভুক্তির-ইস্যুতে-জাতিসংঘের-নিন্দা-প্রস্তাবে-নিরপেক্ষ-চীন-ভারত

চার-অঞ্চল-অন্তর্ভুক্তির-ইস্যুতে-জাতিসংঘের-নিন্দা-প্রস্তাবে-নিরপেক্ষ-চীন-ভারত

গণভোটের ভিত্তিতে রুশ মূল ভূখণ্ডের সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এ নিন্দা প্রস্তাবে বিরোধিতা করার সক্ষমতা থাকলেও কৌশলগত কারণে সেটি থেকে বিরত আছে চীন ও ভারত।

শুক্রবার নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সভায় প্রস্তাবটি উত্থাপন করেন জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিনডা থমাস। প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলের অন্তর্ভুক্তির কারণে দেশটির পরিবর্তনের বিষয়ে সমর্থন না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। একইসঙ্গে ইউক্রেন থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রস্তাবে আনা হয়।

এর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে প্রথমবার একটি দেশের বিশাল অঞ্চলকে গণভোটের মাধ্যমে আরেকটি দেশের সার্বভৌমত্বের অধীন আনা হয়েছে। শুক্রবার পুতিনের ঘোষণার পর ইউক্রেনের ১৫ শতাংশ এলাকা এখন রাশিয়ার অধীনে রয়েছে। যদিও পশ্চিমারা  এর নিন্দা জানিয়েছে। 

জাতিসংঘে উত্থাপন করা প্রস্তাবের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া। ইউক্রেনে রাশিয়ার অধিকৃত এলাকায় অনুষ্ঠিত গণভোটকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে নিন্দা প্রস্তাব করা হয়। এছাড়া সব রাষ্ট্রকে এ গণভোট ও অঞ্চলকে অন্তর্ভুক্তির বিষয়টিকে স্বীকৃতি না দিতে অনুরোধ করা হয়।

প্রস্তাবের পক্ষে ১০টি দেশ ভোট দিয়েছে। তবে চীন, গ্যাবন, ভারত ও ব্রাজিল প্রস্তাবের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দেয়নি।

সভা শেষে থমাস গ্রিনফিল্ড বলেন, রাশিয়ার সঙ্গে কোনো দেশ সমর্থন করেনি। এ প্রস্তাবে ভোট থেকে বিরত থাকার অর্থ হচ্ছে তারা রাশিয়ার পক্ষে না।

সভায় জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া হাত তুলে প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি বলেন, ঐ অঞ্চলের মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার এ রাষ্ট্রদূত বলেন, আজকের খসড়া প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও রাশিয়া পিছু হটবে না।

জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়্ত বলেন, খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষে কেউ সমর্থন করেননি। তাই রাশিয়া এখন সবার থেকে বিচ্ছিন্ন। তারা আমাদের সবার প্রতিশ্রুতিকে বেপরোয়াভাবে অস্বীকার করছে। 

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, রাশিয়া তার অবৈধ কাজের জন্য তার ভেটো পাওয়ারের অপব্যবহার করছে। তিনি আরো বলেন, চার অঞ্চলকে রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্তি কোনো প্রভাবই ফেলবে না। এটি ফ্যান্টাসি মাত্র।