ক্যারোলিনায় ইয়ানের আঘাত, অন্ধকারে সাড়ে তিন লাখ মানুষ
প্রকাশিত : ০৯:৫০ এএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ক্যারোলিনায়-ইয়ানের-আঘাত-অন্ধকারে-সাড়ে-তিন-লাখ-মানুষ
জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) শুক্রবার জানায়, প্রতি ঘণ্টায় ১৪০ মিটার গতির ঝড় ধারণ করে হারিকেন ক্যাটাগরি ১ হিসেবে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ইয়ান আঘাত হানে।
পরবর্তীতে এটি গ্রীষ্মকারীন সাইক্লোনে পরিণত হয়। তবে ভয়ংকর ঝড়ের উদ্ভব, বন্যা ও ভয়াবহ বাতাসের জন্য উপকূলের বাসিন্দাদের সতর্ক করেছে এনএইচ।
হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ধ্বংসের মাত্রা দেখতে শুরু করেছি।
ইয়ান সম্পর্কে তিনি বলেন, আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে খারাপ ক্ষতি হিসেবে ইয়ান স্থান করে নিয়েছে। গত বুধবারই চতুর্থ ক্যাটাগরির ঝড় হিসেবে সেটি ফ্লোরিডার দক্ষিণ উপকূলে আঘাত হানে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্যা ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজ জানান, ইয়ানের আঘাতে দক্ষিণ ও উত্তর ক্যারোলিনার সাড়ে তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
সূত্র-টিআরটি ওয়ার্ল্ড।