মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেখে নিন টাইগারদের বিশ্বকাপ জার্সি, রয়েছে ঐতিহ্য

প্রকাশিত : ১২:৩০ এএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

দেখে-নিন-টাইগারদের-বিশ্বকাপ-জার্সি-রয়েছে-ঐতিহ্য

দেখে-নিন-টাইগারদের-বিশ্বকাপ-জার্সি-রয়েছে-ঐতিহ্য

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিভিন্ন দলগুলো তাদের জার্সি এরইমধ্যে উন্মোচন করে ফেলেছে। সদ্যই নিউজিল্যান্ড ক্রিকেট টিম তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে ব্যাপক সাড়া ফেলেছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের জার্সি উন্মোচন করেছে। তবে বিসিবি এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জার্সি গায়ে কোনো ক্রিকেটারের ছবি প্রকাশ করেনি।

বরং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মধ্য দিয়ে উন্মোচন করেছে বিশ্বকাপের জার্সি। যেখানে তারা জানিয়েছে, এবারের বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে তারা।

যার ফলে এবারের জার্সিতে দেশের গৌরব জামদানি, সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগার ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভিডিওতে তারা লিখেছে,

‘আমরা আমাদের গর্বের অভিযান তুলে ধরার কাজ করেছি। আমরা জামদানির প্রিন্ট নিয়েছি, রয়েল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনকে ফুটিয়ে তুলেছি।’

এরপরই কাউন্টডাউনের মাধ্যমে এবারের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। ভিডিওতে উল্লেখিত জার্সি ছিল ৭৫ নাম্বারের। যা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নাম্বার।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বের সুপার টুয়েলভে খেলবে। যেখানে মোট ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর এবারের বিশ্বমঞ্চে প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ।