রাজা চার্লসের ছবি সংবলিত মুদ্রার ছবি প্রকাশ
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
রাজা-চার্লসের-ছবি-সংবলিত-মুদ্রার-ছবি-প্রকাশ
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজকীয় টাকশাল চার্লসের মুখাবয়ব সম্বলিত নতুন ৫০ পেন্সের মুদ্রার নকশা উন্মোচন করে। শুক্রবার ব্রিটিশ ভাস্কর মার্টিন জেনিংসের নকশার ঐ মুদ্রার অনুমোদন দেন চার্লস।
রাজকীয় রীতি অনুযায়ী, মুদ্রার বাম দিকে থাকবে রাজার মুখাবয়ব। আর তার মা রানি এলিজাবেথের অপর পাশে।
রাজকীয় টাকশাল জাদুঘরের কর্মকর্তা ক্রিস বার্কার বলেন, যুক্তরাজ্যের মুদ্রার প্রচলিত প্রথা অনুযায়ী চার্লসের মুখাবয়ব তার পূর্বসূরির বিপরীত দিকে মুখ করে বসানো হয়েছে। এ প্রথা রাজা দ্বিতীয় চার্লসের (১৬৩০-১৬৮৫) আমল থেকে চালু আছে। তবে নতুন এ মুদ্রায় চার্লসের মাথায় মুকুট নেই। লাতিন ভাষায় মুদ্রার চারপাশে লেখা হয়েছে, রাজা তৃতীয় চার্লস, সৃষ্টিকর্তার আশীর্বাদপুষ্ট, ধর্মবিশ্বাসের রক্ষাকর্তা।