বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইঞ্জিনে পাখি: অবশেষে ১৬ ঘণ্টা পর ছাড়ল দুই ফ্লাইট

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ইঞ্জিনে-পাখি-অবশেষে-১৬-ঘণ্টা-পর-ছাড়ল-দুই-ফ্লাইট

ইঞ্জিনে-পাখি-অবশেষে-১৬-ঘণ্টা-পর-ছাড়ল-দুই-ফ্লাইট

ইঞ্জিনে পাখি ঢোকায় দুবাই ও মাস্কাটগামী দুটি ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। অবশেষে যাত্রা বাতিল হওয়া দুটি ফ্লাইট ১৬ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

শুক্রবার দুপুরে ফ্লাইট দুটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

তিনি জানান, সকালে দুবাই থেকে একটি ইঞ্জিনিয়ারিং টিম চট্টগ্রামে এসে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার রাতেই ঢাকা থেকে বাংলাদেশ বিমানের টেকনিক্যাল টিম আসে শাহ আমানত বিমানবন্দরে। দুটি টিম নিজ নিজ ফ্লাইটে কাজ করে ত্রুটি শনাক্ত করে। পরে ত্রুটি সারিয়ে ফ্লাইটগুলো উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। এরপর দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যায়। দুপুর ২টা ৫৫ মিনিটে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লাইট দুটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ত্রুটি শনাক্ত হয়। ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় যাত্রা বাতিল ঘোষণা করা হয়।