মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুশ ভূখণ্ডে যুক্ত চার অঞ্চলকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় কাউন্সিল

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

রুশ-ভূখণ্ডে-যুক্ত-চার-অঞ্চলকে-স্বীকৃতি-দেবে-না-ইউরোপীয়-কাউন্সিল

রুশ-ভূখণ্ডে-যুক্ত-চার-অঞ্চলকে-স্বীকৃতি-দেবে-না-ইউরোপীয়-কাউন্সিল

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণাকে অবৈধ বলছে ইউরোপীয় কাউন্সিল। এ চার অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড বলে স্বীকৃতি দেবে না সংস্থাটি।

ইউরোপীয় কাউন্সিল এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ডের অধিগ্রহণকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

ইউরোপীয় কাউন্সিল আরো জানায়,  প্রকাশ্যে ইউক্রেনের স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে রাশিয়া। আমরা কখনো এ অবৈধ দখলকে স্বীকৃতি দেব না। তাছাড়া দৃঢ়তার সঙ্গে ইউক্রেনের পাশে থাকা ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

এদিকেম ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, পুতিনের এ পদক্ষেপের কারণে কোনো পরিবর্তন আসবে না। কারণ রাশিয়ান আক্রমণকারীদের দ্বারা অবৈধভাবে দখল করা সব অঞ্চল ইউক্রেনের ভূমি।

শুক্রবার ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দেনপুতিন। পুতিন বলেন, ঐ চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। ফলাফল সবার খুব ভালোভাবে জানা।

ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির প্রশ্নে গণভোট শুরু হয়েছিল। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দেন বলে দাবি করেছে মস্কো। তবে এ ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।